কুয়াকাটায় আবাসিক হোটেলসহ ৬ প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে

মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি আবাসিক হোটেল, দুটি দোকান ও দুটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার রাত ৯টায় আগুন লাগে। স্থানীয় মানুষেরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে অন্তত চারজন আহত হয়।

পুড়ে যাওয়া হোটেল দুটি হলো হোটেল পানকৌড়ি ও হোটেল রিয়াজ। হোটেলের পাশের জসিম স্টোর, রাজ্জাক কসমেটিকস নামের দুটি দোকান ও দুটি বসতঘর পুড়ে গেছে।

হোটেল রিয়াজের মালিক আবদুর রাজ্জাক দালাল সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তাদের হোটেল থেকে আগুনের সূত্রপাত  হয়। দুটি হোটেলে অন্তত ৬০টি কক্ষ ছিল। তবে হোটেলে পর্যটক না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জয় মন্ডল জানান, কুয়াকাটায় ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয় লোকজনের চেষ্টায় তারা আগুন নেভাতে সক্ষম হয়েছেন। কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করা হচ্ছে।

এর আগে গত ১০ আগস্ট হোটেল রিয়াজের পাশে ডা. আজিজ মীরের ঘরে আগুন লেগে চারটি ঘর পুড়ে যায়।