এম. সুরুজ্জামান, শেরপুর: নালিতাবাড়ীর সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি হ্যান্ড গ্রেনেড ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী উত্তর কালাকুমা গ্রামের একটি আকাশমনি বাগান থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে বাগানে একটি মাটির গর্তে কিছুটা বের হওয়া অবস্থায় গ্রেনেড ও গুলি পাওয়া যায়। পরে মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো দুটি হ্যান্ড গ্রেনেড, তিন রাউন্ড পিস্তলের গুলি এবং এক রাউন্ড একে-৪৭ এর গুলি উদ্ধার করা হয়। এগুলো তাজা কিনা তা জানতে বিস্ফোরক বিশেষজ্ঞ দলের সহযোগিতা নেওয়া হবে।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফসিহুর রহমান জানান, এক সময় এসব সীমান্তে উলফাদের বিচরণ ছিল। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গ্রেনেড ও গুলি তারাই হয়তো এখানে রেখে গেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।