পিস্তলসহ আটক ছাত্রলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল সহকর্মীরা

আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে পিস্তলসহ আটক এক ছাত্রলীগ এবং এক আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা । পুলিশ ওই ছাত্রলীগ নেতার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের কান্দিপাড়া বাজারে। পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া রাসেল আহম্মেদ (২৪) উস্থি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও উস্থি ইউনিয়নের খিলগাঁও গ্রামের দুলাল মিয়ার ছেলে। অন্যজন হলেন আলম মিয়া উস্থি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সাড়ে ৬টার দিকে পূর্ব কান্দিপাড়া গ্রামের মসজিদের মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পাগলা থানার এএসআই কাশেম ও এএসআই পরিমল মাদকবিরোধী অভিযান চালান। এ সময় উস্থি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাসেল আহম্মেদ ও ইউপি সদস্য আলম মিয়া আটক হন। পুলিশ রাসেলের শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।

আটকের পর দুই নেতাকে রিকশাযোগে থানায় নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে৭টার দিকে কান্দিাপাড়া বাজারের কলেজ রোড এলাকায় পুলিশের কাছ থেকে তাদের সহকর্মী স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫/২০ জন নেতাকর্মী তাদের ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সরকারদলীয় নেতাকর্মীরা এএসআই কাশেম, এএসআই পরিমল, কনস্টেবল আনিস ও হামিদকে কিল-ঘুষি মারে। থানা-পুলিশ উদ্ধারকৃত পিস্তলটি থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাসেল আহম্মেদ ও আলম মিয়াকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।

পাগলা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি এসআই রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় অস্ত্র উদ্ধার ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা দায়েরের প্রস্ততি চলছে। গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, ঘটনার মূল আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।