প্রতিনিধি, বগেরহাট: বাগেরহাটের সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের কাজ শুরু হয়েছে। বুধবার দুপুরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন (এমপি) এ কাজের উদ্বোধন করেন।
সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবুল কাশেম মোহাম্মদ নাহিন রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিন সভাপতি আলহাজ্ব এ্যাড. মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম প্রমুখ। দ্বিতীয় পর্যায়ে সাইনবোর্ড হতে মোড়েলগঞ্জ পর্যন্ত ১৯ কিলোমিটার সড়কের এ নির্মাণ কাজে ব্যয় হবে ৩০ কোটি টাকা। আগামী বছর জুন মাসের মধ্যে কাজ শেষ হবার কথা রয়েছে।