প্রতিনিধি, বগেরহাট: বাগেরহাটে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই ও লাশ গুম করার চেষ্টার মামলায় আদালত চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সাথে প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে তাদের আরো এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার দুপুরে দন্ডপ্রাপ্ত তিন আসামির উপস্থিতিতে বাগেরহাটের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন এনামুল মোল্লা, জাহীদ গাজী, একলাস ওরফে আসাফুল এবং আল আমিন শেখ। এদের মধ্যে আল আমিন শেখ পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায় ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি রামপাল উপজেলার শ্রী কলস গ্রামের জাহাঙ্গীর বেহারার ছেলে ভ্যানচালক জাকারিয়া (১৭) ভ্যান নিয়ে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। পরের দিন সকালে ফকিরহাট উপজেলার খুলনা-মংলা মহাসড়কের পাশে খেজুরবাগানে তার লাশ পাওয়া যায়। জাকারিয়ার মা শরিফা বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফকিরহাট থানায় একটি হত্যা মামলা করেন। একই বছরের ১৩ আগস্ট ফকিরহাট থানার এসআই ইসারাত হোসেন ভ্যানচালক জাকারিয়াকে শ্বাস রোধ করে হত্যারদায়ে ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলা চলাকালে আসামি আউয়াল র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা যায়। অপর আসামি বেল্লাল হোসেন চলতি মাসের ৯ তারিখ জেলখানায় মারা যান।