শেরপুরে ভাঙা সড়ক মেরামতে এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবী নারীরা

রেজাউল করিম, শেরপুর: পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া শ্রীবরদীর ভায়াডাঙা হতে ঝিনাইগাতী সড়কের দুধনই এলাকার চলাচলের অযোগ্য সড়কটিতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। এতে এ পথে যাতায়াতকারী মানুষদের আর ভোগান্তিতে পড়তে হবেন।

পল্লী সমাজ নামে একটি সংগঠনের স্বেচ্ছাসেবী নারীরা মাটি ভরাটের কাজ করছেন।

brac polli somaj volunteerismমঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ সড়কে মাটি ভরাট কাজের উদ্বোধন করেন কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ। এ সময় উপস্থিত ছিলেন  ব্র্যাকের উপজেলা সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কর্মকর্তা আমিনুল ইসলাম। স্বেচ্ছাশ্রমের এ কাজে নেতৃত্ব দেন পল্লী সমাজের মরিয়ম, জরিনা, হালিমা, নাজমা ও  সখিনা। এতে শতাধিক নারী সদস্যসহ পুরুষরাও মাটি ভরাট কাজে নেন। এ কাজটি এলাকার মানুষের মাঝে ব্যাপক প্রশংসনীয় হয়ে ওঠেছে।

শ্রীবরদীর ঝিনাইগাতী উপজেলার উত্তর এলাকায় কয়েক লাখ মানুষের বসবাস। তাদের চলাচলের একমাত্র সড়ক ভায়াডাঙ্গা হতে ঝিনাইগাতী সড়ক।  পাগলা নদীর ঢলে প্র্রায় ২৫০ গজ সড়কের ব্যাপক ক্ষতি হয়।