হিলি সীমান্তে গরু মোটা করার ৩৬ লাখ টাকার ট্যাবলেট জব্দ

রতন সিং, দিনাজপুর: হাকিমপুর হিলি সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ গরু মোটা-তাজা করার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত থেকে চোরাই পথে আনা এসব ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা।

বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফজলুর রহমান জানান, হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ আসছে এমন খবরের ভিত্তিতে বুধবার সকালে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নেয়। চোরাকারবারিরা দেশে ঢুকলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। চোরাকারবারিরা ট্যাবলেটের কয়েকটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। এসব প্যাকেটে আমদানি নিষিদ্ধ ৬০ হাজার পিস ডেক্সিন  এবং  ১ লাখ ২০ হাজার পিস প্রাকট্রিন পিস ট্যাবলেট পাওয়া যায়। জব্দকৃত ওষুধ গরু মোটা তাজাকরণ বলে জানান বিজিবির কর্মকর্তা। এ নিয়ে হাকিমপুর থানায় মামলা হয়েছে।