প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে জেলগেট থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে শফিকুল হক মিলন জামিন পেয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সেকেন্ড অফিসার এসআই ওমর শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা তিনি জানাননি।
বিএনপি নেতা মিলনের আইনজীবী অ্যাডভোকেট রইসুল ইসলাম জানান, মিলনের বিরুদ্ধে দায়ের করা সব মামলায় তিনি জামিন পেয়েছেন। তবুও সন্ধ্যায় কারগার থেকে বের হয়ে গেটের সামনে এলেই শফিকুল হক মিলনকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর একটি মাইক্রোবাসে করে তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।