এম. মিরাজ হোসাইন, বরিশাল: গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে বৃৃহস্পতিবার দুপুরে বরিশাল সদর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়তে থাকে। ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ হওয়ার পর স্কুল ছুটি দিয়ে স্থানীয় চিকিৎসক এনে অসুস্থদের দেখানো হয়। স্থানীয় চিকিৎসক দ্রুত তাদের শেবাচিম হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। হাসপাতালে ১২ শিক্ষার্থীকে ভর্তির পর চিকিৎসকরা জানান তারা হিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়েছে। প্রধান শিক্ষক আরো জানান, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা ৯৪। তাদের প্রায় সবাই আজ স্কুলে উপস্থিত ছিল। এখনো এলাকা থেকে খবর আসছে স্কুল থেকে বাড়ি ফিরে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে।
শেবাচিমের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দাস রণবীর জানান, এটি গণহিস্টিরিয়া রোগের লক্ষণ। এর কোনো সুনির্দিষ্ট কারণ নেই। এটি কোনো ছোঁয়াচে রোগও নয়।