এম. মিরাজ হোসাইন বরিশাল: বাকেরগঞ্জ উপজেলার কারখানা নদীতে গরু-মহিষসহ একটি ট্রলার ডুবে গরু ব্যবসায়ী জাভেদ খাঁ (৩২) মারা গেছেন। বৃহস্পতিবার ভোর রাতে একটি মালবাহী কার্গোর সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনায় ৩৫টি গরুও ডুবে মারা যায়।
জাভেদ লক্ষ্মীপুরের মধ্য চররমনী গ্রামের আবু তাহের খাঁর ছেলে। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত নিখোঁজ গবাদিপশুর উদ্ধার কাজ চলেছে বলে জানান ঘটনাস্থলে থাকা বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক জাফর আহমেদ।
জাফর আহমেদ আরো জানান, বরগুনা জেলার আমতলী থেকে ১৫৯টি গরু-মহিষ কিনে ট্রলারযোগে লক্ষ্মীপুরের উদ্দেশে যাচ্ছিলেন ৩৫ জন গরু ব্যাপারি। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় কবাই লক্ষ্মীপাশা সংলগ্ন কারখানা নদীতে বিপরীত দিক থেকে মালবাহী একটি কার্গোর সাথে ট্রলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘুমিয়ে থাকা গরুর ব্যবসায়ীদের ঘুম ভেঙে গেলে তারা গরু-মহিষের বাঁধন যতটা পারেন কেটে দেন। ব্যবসায়ীদের মধ্যে ৩৪ জন সাঁতরে তীরে উঠলেও জভেদ খাঁ নিচে নেমে গরুর বাঁধন খুলতে গেলে নিখোঁজ হন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় জাভেদ খাঁর মৃতদেহ উদ্ধার হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩৫টি মৃত গরু উদ্ধার করে। অপরদিকে জীবিত থাকা গরু-মহিষ উদ্ধারের সন্ধান চালাচ্ছেন তারা।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অনেয়ার হোসেন জানান, রাতের বেলায় দুর্ঘটনা বলে মালবাহী কার্গোটিকে আটক করা যায়নি। তবে নিহতের পরিবার মামলা করতে চাইলে তারা মামলা নিবেন।
বিদ্যুতের তারে জড়িয়ে চেয়ারম্যানের মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দুধল ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান (৬৭) বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৭টায় বিদ্যুতায়িত হলে গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম মৃতের স্বজনদের বরাত দিয়ে জানান, সকাল ৭টার দিকে বাড়ি সংলগ্ন মাছের ঘেরে যান হাবিবুর রহমান। সেখানে বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে আহত হন। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসেন।