এম. মিরাজ হোসাইন, বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামে আট মাস বয়সের শিশু মরিয়ম আক্তারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিপক্ষকে ফাঁসাতে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুধবার দুপুরে শিশুটির দাদা নজরুল বেপারী এবং ছোট চাচা আবু সুফিয়ানকে আটক করেছে পুলিশ। মরিয়মের মৃতদেহ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মরিয়ম আক্তারের বাবা ইমরান বেপারী ঢাকায় চাকুরি করেন।
পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান শিশুটির মা ফাতেমা বেগমের বরাত দিয়ে জানান, রাতে খাবার খেয়ে মরিয়ম মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। রাত দেড়টার দিকে শিশুটিকে খুঁজে না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ওই রাতেই বাড়ির সামনের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য বুধবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে মর্গে পাঠায়।
পুলিশ সুপার আরো জানান, শিশুটির বাবা ঢাকায় চাকুরিরত থাকায় একই ঘরে পরিবারের অন্যদের সাথে ফাতেমা বেগম তার কন্য নিয়ে বাস করেন। মধ্যরাতে শিশুটি নিখোঁজ হলেও স্বজনরা খোঁজ না করে পুলিশে খবর দেয়। অপরদিকে যে পুকুরে মরিয়মের মৃতদেহ পাওয়া যায় সেখানে হাঁটুজল, সে পানি খেয়েছে এমন আলামত পাওয়া যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে পুলিশের সন্দেহ হয়। অপরদিকে শিশুর দাদা আবু সুফিয়ানের ছেলেদের সাথে তার ভাইয়ের ছেলে সেলিম বেপারীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি সেলিম বেপারীর ১৯ হাজার টাকা চুরি হলে তিনি আবু সুফিয়ানকে সন্দেহ করেন। বুধবার ছিল টাকা উদ্ধারের জন্য চাল পড়া খাওয়ানোর দিন। এসব ঘটনা মিলিয়ে সন্দেহের সৃষ্টি হলে শিশুটির দাদা ও ছোট চাচাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে।