বরিশালে শিক্ষার্থী খুঁজতে ডুবুরিদের অভিযান প্রকাশিতঃ আগস্ট ২০, ২০১৫ বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুরে শিক্ষার্থী ডুবে গেছে এমন খবরে বৃহস্পতিবার ঘন্টাব্যাপী অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে স্কুলের প্রধান শিক্ষক কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই বলে নিশ্চিত করলে অভিযানে ইতি টানে ফায়ার সার্ভিসের সদস্যরা। এসময় উৎকন্ঠায় ছিলেন শত শত শিক্ষার্থী ও অভিভাবক। ছবি: এম. মিরাজ হোসাইন এরকম আরো সংবাদ: বরিশালে গণহিস্টিরিয়ায় ১৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু বরিশালে বিআরটিএতে আগুনে ২ হাজার নাম্বার প্লেট পুড়ে গেছে বরিশালে ট্রাক ও মাহিন্দ্রা টেম্পোর সংঘর্ষে নিহত ৬