রতন সিং, দিনাজপুর: যৌতুকের কারণে স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে এক পুলিশ সদস্যের এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
বৃহস্পতিবার দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতার-উল-আলম তার আদালতে এ রায় দেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১২ সালের ৭ জুন দিনাজপুর সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের স্বপন চন্দ্র মহন্তের কন্যা শ্রাবন্তী মহন্ত বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন। পার্বতীপুর উপজেলার রাজাপুর গ্রামের নরেণ চন্দ্র মহন্তের পুত্র পুলিশ কনস্টেবল তরুণ কুমার মহন্ত শ্রাবন্তীর স্বামী। মামলায় অভিযোগ করা হয়- ২০১২ সালের ৩ জুন শ্রাবন্তীকে তার স্বামী বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা নিয়ে আসার জন্য শারীরিক নির্যাতন করে। শ্রাবন্তী ও তার এক বছর বয়সের শিশুকন্যাকে বাড়ি থেকে বের করে দেয় তরুণ কুমার। ঘটনার পর চিকিৎসা নিয়ে শ্রাবন্তী আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বাদী পক্ষের সাতজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করে বিচারক তরুণ কুমার মহন্তকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড প্রদান করেন।