জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): সুন্দরবনের আমুরবুনিয়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ এক বনদস্যুকে আটক করেছে র্যাব। বুধবার গভীর রাতে বনদস্যু শিপন ওরফে স্বপনকে আটক করা হয়।
র্যাব-৬ এর কর্মকর্তা লে. কমান্ডার মো. মাহফুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মংলা) আমুরবুনিয়া ফরেস্ট স্টেশন সংলগ্ন গহীন বনে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে বনদস্যু শিপনকে (৪০) আটক করতে সক্ষম হয়। আটক দস্যুর কাছ থেকে বিদেশি তৈরি একটি একনলা বন্দুক ও কয়েক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। শিপন দীর্ঘদিন ধরে শিপন বাহিনীর নাম দিয়ে সুন্দরবনে জেলেদের ট্রলারে ডাকাতি ও জেলেদের অপরহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল বলে জানায় র্যাব।