হায়দার হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জ-কোটালীপাড়া খাল থেকে অবৈধ ভাবে বালু তোলার ফলে হুমকির মুখে পড়েছে কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়ক। এ ছাড়াও খালটির দু’পাড়ের কয়েকটি বসতবাড়ি বালু উত্তোলনের ফলে ভাঙনের কবলে পড়েছে। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী।
জানা গেছে,দীর্ঘদিন ধরে বালু ব্যবসায়ীরা অবৈধ ভাবে গোপালগঞ্জ-কোটালীপাড়া খাল থেকে বালু তুলছে। এর ফলে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক হুমকির মুখে পড়েছে। অনেকে আবার খালের আশপাশে বাড়ি করার জন্য খাল থেকে বালু তুলছে। এর ফলে খালের কাছের অনেক বাড়ি ভাঙনের কবলে পড়েছে।
এ ব্যাপারে প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি বলে জানিয়েছেন কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুস সাত্তার মৃধা। তিনি জানান, এলাকার নেপাল পোদ্দার, মিজানুর রহমান, গৌরাঙ্গ লাল সাহা, নারায়ণ চন্দ্র সাহা অবৈধ ভাবে এ খাল থেকে বালু তোলার ফলে আমার বাড়িটি ভাঙনের কবলে পড়েছে। তিনি ৭ জুলাই বিষয়টি লিখিত ভাবে উপজেলা নির্বাহী অফিসারকে জানান। কিন্তু কোনো প্রতিকার পাননি। এ নিয়ে ৯ জুলাই গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাও দায়ের করেছেন তিনি।
গৌরাঙ্গ লাল সাহা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন,আমি খাল থেকে বালি উত্তোলন করিনি।
বংকুরা গ্রামের ইউনুচ শেখ বলেন, যেভাবে এ খাল থেকে বালু উত্তোলন করা হচ্ছে তাতে কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কটির কিছু কিছু জায়গা যে কোনো সময় দেবে যেতে পারে। তার নিজের বাড়িটিও ভাঙনের কবলে পড়েছে বলে জানা তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মিকাইল বলেন, কোটালীপাড়া-গোপালগঞ্জ খাল থেকে অবৈধ ভাবে যারা বালু উত্তোলন করছিল আমি সংবাদ পাবার সঙ্গে সঙ্গে তাদেরকে উঠিয়ে দিয়েছি। আগামীতে যদি খালের কোটালীপাড়া অংশ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে তা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।