কলাপাড়ায় বাজ পড়ে কৃষকের মৃত্যু, একুশে আগস্ট স্মরণে আলোচনা সভা

মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): চাষাবাদ করার সময় বজ্রপাতে মারা গেছেন কলাপাড়ার কৃষক মোহাম্মদ আবু (২৭। লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে শুক্রবার দুপুরে বজ্রপাতে মারা যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, মুষলধারে বৃষ্টির মধ্যে কৃষকরা মাঠে চাষাবাদে ব্যস্ত ছিলেন। হঠাৎ বাজ পড়ে আবু ঘটনাস্থলেই মারা যান।

একুশে আগস্ট স্মরণে আলোচনা সভা ও দোয়া

ভয়াবহ গ্রেনেড হামলার ১১তম বার্ষিকীতে কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার অধ্যক্ষ নাজমুল আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর মেয়র মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, মহিপুর ইউনিয়ন কমান্ডার আবুল কালাম আজাদ, সাংবাদিক মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, আওয়ামী লীগ নেতা অধ্যাপক মঞ্জুরুল আলম, মঞ্জুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক সাংবাদিক নাসির উদ্দিন বিপ্লব প্রমুখ। পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।