বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর : একুশে আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা আওয়ামী লীগ হাজিরহাটে এ কর্মসূচির আয়োজন করে।
সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে এসে তোয়াহা স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট আনোয়ারুল হক। সভায় বক্তারা নিহতদের স্মৃতিচারণ করেন এবং বিএনপি-জামায়াত জোটের পৃষ্ঠপোষকতায় ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছে উল্লেখ করে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান উল্যাহ হিরণের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী ও উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডার আ.লীগ নেতা সফিক উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এএনএম আশরাফ উদ্দিন, মহিলা আওয়ামী লীগ নেতা সাজেদা আক্তার সুমি, ওলামা লীগ নেতা ইউছুফ হোসেন হেলালী, যুবলীগ নেতা ফজলুল হক সবুজ, আবদুল বাছেত ও ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম বিপ্লব প্রমুখ।