গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কাউখালীতে আলোচনা সভা

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

kawkhali grenade attack victims remembered
সভায় উপস্থিত নেতাদের কয়েকজন।

আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম নুরুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, আওয়ামী লীগ নেতা কাজী মাসুদ ইকবাল, মনজুরল মারুফ পিয়াল, সাইফুর রহমান বাদল, মনিরুজ্জামান খোকা, সালাউদ্দিন রাসেলসহ অন্যরা। বক্তারা গ্রেনেড হামলাকারীদের দ্রুত বিচার সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।