ফসল বাঁচাতে বুনোহাতির সঙ্গে অসম লড়াই, হেরে গেলেন চন্দ্রশেখর

এম. সুরুজ্জামান, শেরপুর: ফসল বাঁচাতে বুনোহাতির দলকে তাড়াতে গিয়েছিলেন চন্দ্রশেখর। কিন্তু মানুষ আর বুনোহাতির অসম লড়াইয়ে হেরে যান তিনি। ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গান্ধিগাঁও গ্রামে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বুনোহাতির পায়ে পিষ্ট হয়ে চন্দ্রশেখর কোচ (৩৫) মারা গেছেন। আদিবাসী চন্দ্রশেখর ওই গ্রামের বিতিম বিহারী কোচের ছেলে।

wild elephants kill man
হাসপাতালে আনা হলে চিকিৎসকরা চন্দ্রশেখরকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গান্ধিগাঁও গ্রামে ৫০/৬০টি বুনোহাতি ক্ষেতের বাড়ন্ত ধান খেতে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করতে এলে চন্দ্র শেখর কোচ হাতির দলকে তাড়াতে যান। এ সময় হাতিরা তাকে আক্রমণ করে। এক পর্যায়ে হাতি তাকে পা দিয়ে পিষ্ট করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার অনুপম পাল ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিপ্লব কুমারও ঘটনাটি নিশ্চিত করেছেন।