ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প বাতিল চেয়ে খুলনায় মানববন্ধন ও সমাবেশ

প্রতিনিধি, খুলনা: ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প (আইআরএলপি) বাতিলের দাবিতে পরিবেশবাদী সংগঠন ও ব্যক্তিদের সমন্বয়ে গঠিত পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোট খুলনার উদ্যোগে শুক্রবার সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশের গড়াই-মধুমতি, নবগঙ্গা, ইছামতি, মাথাভাঙ্গা, কপোতাক্ষ, বেতনা নদীসহ সুন্দরবন, পরিবেশ, কৃষি, সুপেয় পানি, জীববৈচিত্র্য ধ্বংসকারী, গঙ্গা-ব্রহ্মপুত্র নদীর পানির প্রবাহ নষ্টকারী এ প্রকল্প বাতিলের দাবি জানানো হয়।

Bangladesh activists demand cancelletion of Indian inter-river likage projectবক্তারা জানান, ভারত অভ্যন্তরীণ ৩৭টি নদীকে ৩০টি খাল কেটে সংযুক্ত করার প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের কারণে ব্রহ্মপুত্র-গঙ্গা নদী দুটোকে সংযোগ খাল কেটে সংযুক্ত করার ফলে বাংলাদেশ তার পানি প্রবাহের প্রধান উৎসটিকে হারাবে। সারা বছরের মোট পানি প্রবাহের প্রায় ৬৭ ভাগ আসে ব্রহ্মপুত্র দিয়ে। তাই এ নদের উজানে ভারতীয় অংশে বাঁধ বা জলাধার তৈরি করে উজান থেকে পানি সরিয়ে নিলে ভাটির দেশ বাংলাদেশ শুকনো মৌসুমে ভয়াবহ  পানি সংকটে পড়বে। এই প্রকল্পের ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগন, সুন্দরবন এবং নদীগুলো শেষ হয়ে যাবে। তাই এই সর্বনাশী প্রকল্প অবিলম্বে বন্ধ করার আহবান জানান তারা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র সমন্বয়কারী এ্যাড. মো. বাবুল হাওলাদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা শ্যামল সিংহ রায়, বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক এ্যাড. কুদরত-ই-খুদা, পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোটের সদস্য সচিব ও সিডিপি’র বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির এসএম সোহরাব হোসেন, শাহ মামুনুর রহমান তুহিন,খানজাহান আলী ব্লাড ফাউন্ডেশনের চেয়ার‌্যমান এ্যাড. মামুনুর রশিদ, বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক এসএম মাহবুবুর রহমান খোকনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।