রাতভর বুনোহাতির তাণ্ডবে তছনছ নালিতাবাড়ীর জনপদ

এম. সুরুজ্জামান, শেরপুর: নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের মেষকুড়া গ্রামে বুধবার গভীর রাতে তাণ্ডব চালিয়েছে বুনো হাতির দল। হাতিরা ঘর-বাড়ি ও আমন ফসলের ক্ষতি করেছে। বৃহস্পতিবার রাতেও পাহাড়ি এলাকার ঘর-বাড়িতে চড়াও হয়েছে হাতির দল। এসব এলাকায় এখন হাতি আতঙ্ক বিরাজ করছে।

wild elephant attack in sherpur
হাতির দল এ পরিবারের বসতঘর ভেঙে ফেলে।

ভুক্তভোগীরা জানান, ৫০/৬০টি বুনোহাতি রাতব্যাপী তাণ্ডব চালিয়ে মেষকুড়া গ্রামের কৃষক আব্দুল জব্বার (৪৫) এর বসতঘর গুঁড়িয়ে দেয়। এসময় ঘরের ধান-চাল, আসবাবপত্র তছনছ করে ফেলে। তার রান্না ঘরটিও গুঁড়িয়ে দেয়। এদিন পাহাড়ি জমিতে চাষ করা প্রায় ছয় একর জমির বাড়ন্ত ধানগাছ হাতির দল খেয়ে ফেলে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে।

গ্রামের মানুষদের কলাগাছের বাগান খেয়ে সাবাড় করেছে বলেও জানান গ্রামবাসীরা। গ্রামবাসীরা বৃষ্টি উপেক্ষা করে সারারাত জেগে হাতি তাড়াতে মশাল ব্যবহার করেছে। হাতিরদলটি গারো পাহাড়ের গহীন অরণ্যে অবস্থান করছে।

এ ব্যাপারে পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. আজাদ মিয়া জানান, আমরা বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠাবো। যদি কোনো সহায়তা আসে তাহলে তাৎক্ষণিকভাবে তা বিতরণ করব।