আজিজুল ইসলাম, মৌলভীবাজার: কুলাউড়া উপজেলার চুনঘর গ্রামে শনিবার সুমাইয়া আক্তার মনি (৩০) নামের এক নারীকে পানিতে ডুবিয়ে খুন করেছে তার স্বামী। পুলিশ ঘাতক স্বামী মঈন উদ্দিন (৪২) ও তার ছোট ভাই আইন উদ্দিনকে (৩২) আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাদিপুর ইউনিয়নের চুনঘর গ্রামের মঈন উদ্দিন সুমাইয়া আক্তার মনিকে শনিবার ভোররাত আনুমানিক ৪টায় বাড়ির পাশের পুকুরে নিয়ে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেন। এসময় মনির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। কিন্তু মঈন উদ্দিনের হাতে লাঠি থাকায় কেউ মনিকে উদ্ধারের সাহস করেনি। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে কুলাউড়া থানা পুলিশকে ঘটনা অবহিত করলে এসআই নুর হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়।
এসআই নুর হোসেন জানান, কৌশলে ঘাতক মঈন উদ্দিনকে আটক করে মনিকে পুকুরে পানির নিচে কাদায় পোঁতা অবস্থায় তুলে কুলাউড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মূলত পানির নিচেই মনির মৃত্যু হয়। তার মৃত্যু নিশ্চিত করতে ঘাতক মঈন উদ্দিন লাঠিতে ভর করে প্রায় পাঁচ ফুট পানির নিচে পা দিয়ে মনির গলায় চেপে ধরে। তাৎক্ষণিকভাবে খুনের কারণ জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিকে বিয়ে করার আগেও মঈন উদ্দিন আরেকটি বিয়ে করে। আগের স্ত্রীর ১২ বছরের এক মেয়ে রয়েছে। প্রায় চার বছর আগে সুমাইয়া আক্তার মনিকে বিয়ে করে মঈন। সোনিয়া নামে তাদের দেড় বছরের একটি মেয়ে রয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মনির ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের বড়ভাই উপজেলার ব্রাহ্মণবার ইউনিয়নের হিঙ্গাজিয়া গ্রামের লাকী মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ঘাতক মঈন উদ্দিন ও তার ছোটভাই আইন উদ্দিনকে আটক করা হয়েছে।