প্রতিনিধি, বাগেরহাট: শরণখোলায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। সেখানকার একটি স্কুলে ক্লাস ফোরের ছাত্রী শিশুটি এখন চার মাসে অন্তঃসত্ত্বা। উপজেলার রায়েন্দা ইউনিয়নের একটি গ্রামের ঘটনা এটি। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালী মহল দৌড়ঝাঁপ শুরু করেছে।
শিশুটির মা জানান, তার স্বামী মাছ ধরতে সাগরে যান, আর তিনি রাস্তায় শ্রমিকের কাজ করেন। তাদের বাড়িতে না থাকার সুযোগে একই বাড়ির বাসিন্দা সৌদি প্রবাসী আবদুল বারেক মুন্সীর ছেলে সোলায়মান মুন্সী (২৫) তাদের কন্যাকে নানা প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি ফাঁস হয়ে যায়।
ছেলের অপকর্মের খবর জানাজানি হলে তার মা ছালেহা বেগম ওই ছাত্রীকে পুত্রবধূর মর্যাদা দেয়াসহ সকল প্রকার সহায়তার আশ্বাস দিয়ে কোরান ছুঁয়ে শপথ করলেও পরবর্তীতে ছালেহা বেগম ছেলেকে গোপনে অন্যত্র বিয়ে করান। পাশাপশি কৌশলে সোলায়মান মুন্সী এলাকা থেকে সরিয়ে দেন। সোলায়মানের ছোট বোন রেশমা বলেন, তার ভাই ঢাকার একটি কোম্পানিতে ড্রাইভারের কাজ করেন। মাস চারেক আগে উপজেলার পহলান বাড়ির এলাকার এক ব্যবসায়ীর স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ে করে সে।