ফলোআপ
মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়ায় কয়েকশ’ ছাত্র-ছাত্রীর সামনে নির্মমভাবে বেত্রাঘাত ও কিল-ঘুষি মেরে অষ্টম শ্রেণির ছাত্র মো. রুমানকে নির্যাতনকারী শিক্ষক এ এইচ এম এরফান অবশেষে ক্ষমা চেয়ে রক্ষা পেলেন। শনিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক-ম্যানেজিং কমিটির সভায় আহত ছাত্রের অভিভাবকের কাছে তার ভুলের জন্য ক্ষমা চাওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার সিদ্ধান্ত নেয় স্কুল কমিটি।
এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রুমানকে গত বৃহস্পতিবার দুপুরে নির্মমভাবে বেত্রাঘাত করেন ওই শিক্ষক। শুক্রবার দুপুরে রুমান অসুস্থ্ হয়ে পড়লে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সহাপাঠীর কাছ থেকে ধার করা খাতা সময়মতো ফেরত দিতে না পারায় রুমানের সহপাঠী শিক্ষকের কাছে নালিশ করে। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষক তাকে বেত্রাঘাত ও কিল-ঘুষি মারেস বলে জানায় রুমান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. জাকির খান জানান, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভায় শিক্ষক এ এইচ এম এরফান প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং আহত ছাত্রের চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস দেয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তবে ভবিষতে যাতে এভাবে কোন ছাত্র-ছাত্রীকে বেত্রাঘাত না করে এ জন্য সতর্ক করে দেয়া হয়েছে।
আহত ছাত্রের মা নয়ন বেগম বলেন, তার ছেলের এখন ভালো চিকিৎসা প্রয়োজন। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় ঠিকমতো খেতেও পারছে না সে। আর সবার অনুরোধ এবং শিক্ষক তার ভুল বুঝতে পারায় ছেলের ভবিষতের জন্য তিনি সব মেনে নিয়েছেন।