গাজীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ৩০

আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইরে ঢাকা ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের সাথে বাসের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ (শনিবার) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে সাতখামাইর লেভেলে ক্রসিংয়ে চলন্ত ট্রেনের সাথে দাড়িয়ে থাকা বাসের সংঘর্ষ হয়। এ দুঘর্টনায় বাসের সামনের অংশের সাথে ধাক্কা খেয়ে ট্রেনের দায়িত্বরত নিরাপত্তা কর্মী শওকত (৩৫), আলম (৩৪), রেলকর্মী শাহজাহান, যাত্রী দেওয়ানগঞ্জ উপজেলার জুলেখা (৫০), শাহাবউদ্দিন(৩৬), মোহনগঞ্জের রাকিব (১৭), ইসলামপুর উপজেলার রফিকুল (৩২), মাসুদ (১০), রাবেয়া (৪৫), গফরগাঁও উপজেলার স্বপনসহ (৩৭) অন্তত ৩০ জন আহত হয়।

গফরগাঁও রেলওয়ে স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি দিলে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গফরগাঁও উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।