আজিজুল ইসলাম, মৌলভীবাজার: রাজনগর উপজেলার হাজী সালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন এক শিক্ষককে অপসারণের প্রতিবাদে শনিবার সকালে ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ওই শিক্ষককে পুনর্বহাল না করা পর্যন্ত ক্লাসে ফিরবে না বলেও জানিয়েছে তারা। এনিয়ে দুপুরে ম্যানেজিং কমিটি বৈঠক করলেও কোনো সুরাহা না হওয়ায় সোমবার কমিটি আবারও বৈঠক আহ্বান করেছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাবক সূত্রে জানা যায়,খণ্ডকালীন শিক্ষক মামুন মিয়াকে গত বুধবার (১৯ আগস্ট) ম্যানেজিং কমিটি অপসারণ করে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা পরদিন ক্লাস বর্জন করে। এনিয়ে ম্যানেজিং কমিটি সুরাহার আশ্বাস দিলেও শনিবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পরে শনিবার সকাল থেকে ওই বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অপসারণকৃত শিক্ষককের পুনর্বহালের দাবিতে ক্লাস বর্জন করে মাঠে একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দেয়। দুপুর ১২টা পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় উত্তেজিত শিক্ষাার্থীরা অফিসকক্ষে তালা দেয়ার চেষ্টা করে। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ও ম্যানেজিং কমিটির সভাপতি তোয়াবুর রহিম বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
দশম শ্রেণির শিক্ষার্থী ফজলুর রহমান ইমন ও লিপা আক্তার জানায়, কমিটির সভায় শিক্ষক মামুন মিয়া এসএসসি পরীক্ষার্থীদের কোচিং করানোর বিষয়ে ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি মিলে স্যারকে অপসারণ করেছে। মামুন স্যারকে পুনর্বহাল না করা পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।
মামুন মিয়া জানান, গত বুধবার (১৯ আগস্ট) ম্যানেজিং কমিটির দুই সদস্য আমাকে জানিয়েছেন, বিদ্যালয়ে শিক্ষক রাখা হয়েছে। তাই আমার আর আসা লাগবে না। পরে আমার দায়িত্ব হস্তান্তর করে আমার দেনা-পাওনা নেই বলে আমি লিখিত দিয়েছি।
প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, অতিরিক্ত শিক্ষক হওয়ার কারণে ম্যানেজিং কমিটি ওই শিক্ষককে অব্যাহতি দেয়। তাকে পুর্নবহালের জন্য ছাত্র-ছাত্রীরা বৃহস্পতিবার ক্লাস বর্জন করেছিল। শনিবার এ বিষয়ে সমাধোনের আশ্বাস দেয়া হয়েছিল। তা না হওয়ায় আজ আবারো তারা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। সোমবার এ নিয়ে ম্যানেজিং কমিটি আবার বসবে।