৩০-এ পা ফেলল কিশোরগঞ্জের একতা নাট্যগোষ্ঠী

মোস্তফা কামাল, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের অন্যতম সাংস্কৃতিক সংগঠন একতা নাট্যগোষ্ঠী ৩০ বছরে পদার্পণ করেছে। ১৯৮৬ সালের ২২ আগস্ট সংগঠনটি কিশোরগঞ্জের সাংস্কৃতিক ছাড়াও সারা দেশে নাটক, নৃত্যসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সুনাম কুড়িয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুরস্কৃতও হয়েছে এ সংগঠন।

Kishoreganj ekota natyagoshthi anniversarayএকতা নাট্যগোষ্ঠী তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। প্রথম দিনের কর্মসূচি হিসেবে আজ শনিবার সকালে জেলা শিল্পকলা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন সংগঠনের পরিচালক মানস কর, সাধারণ সম্পাদক পল্লব কর, সাফাত, কাউসার প্রমুখ। সন্ধ্যায় শিল্পকলা মিলনায়তনে আয়োজন করা হয় নৃত্যানুষ্ঠান ও গীতিনাট্য ‘জনম দুখি মা’।