আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হলো কাউখালীর শোক দিবসের কর্মসূচি

প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর): কাউখালীতে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাত দিনের  কর্মসূচির শেষ দিনে শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

kawkhali mourning day programme ends
সভায় উপস্থিত নেতা-কর্মীরা।

সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম. নুরুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি শাহ মো.কাইয়ুম, যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, সাংগঠনিক সম্পাদক মাহামুদ খান খোকন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, আওয়ামী লীগ নেতা গৌতম কুমার দাস, কাজী মাসুদ ইকবাল, দপ্তর সম্পাদক সাইফুর রহমান বাদল ,যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার প্রমুখ। এ সময়  উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।