রতন সিং, দিনাজপুর: কৃষি সাংবাদিকতা নিয়ে রোববার দিনাজপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ও জাতীয় দৈনিক এবং ইলেক্টনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশ নেন। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন উন্নয়ন প্রকল্প ক্যাটালিস্ট-এর সহযোগিতায় ইমপ্যাক্ট পিআর শহরের বালুবাড়ীতে অবস্থিত পল্লীশ্রী মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মশালায় কৃষি সাংবাদিকতার কলাকৌশল সম্পর্কে সাংবাদিকদের ধারণা দেয়া হয়। কর্মশালা পরিচালনা করেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের আউটপুট এডিটর এএনএম গোলাম কিবরিয়া। এ সময় উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট পিআর-এর তৌহিদুল ইসলাম, মোহাম্মদ শাহিন এবং ক্যাটালিস্টের প্রতিনিধি শিফাত আরাসহ অন্যান্যরা।
কর্মশালায় বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি গোলাম নবী দুলাল, আলোকিত বাংলাদেশের কামরুল হুদা হেলাল, দৈনিক উত্তর বাংলার সম্পাদক মো. মতিউর রহমান, বৈশাখী টিভির একরাম তালুকদার, এটিএন বাংলার হুমায়ুন কবির, দৈনিক জনতার শামীম রেজা, বাংলাদেশ সংবাদ সংস্থার রোস্তম আলী মন্ডল, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি রতন সিং, বিডি নিউজের মোর্শেদুর রহমান, দৈনিক সমকালের বিপুল সরকার সানি, সকালের খবরের এমদাদুল হক মিলন, যায়যায়দিনের মমিনুল ইসলাম, আরটিভির আনিস হোসেন দুলালসহ অন্যরা।