আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): শিক্ষক ও কর্মচারীরা পুরোপুরি স্বেচ্ছাশ্রম দিয়ে এক যুগ ধরে চালিয়ে নিচ্ছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটিকে। এমপিওভুক্ত না হওয়ায় তাদের বেতন নেই। অনেকটা মানবেতর দিন কাটছে তাদের।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নে অবস্থিত কারিগরি শিক্ষার পুরানো প্রতিষ্ঠান এ কলেজ। প্রতিষ্ঠার পরই কারিগরি শিক্ষার ক্ষেত্রে জনপ্রিয়তা পায় এ প্রতিষ্ঠান। কলেজের ফলাফলও ভালো। এ বছর কলেজ থেকে এইচএসসিতে ৯৭% শিক্ষার্থী পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০ জন।
দীর্ঘ একযুগ পেরোলেও কলেজ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাগ্যে জোটেনি সরকারি বেতন-ভাতাদি। ভবন নির্মাণেও কোনো অনুদান পাওয়া যায়নি। তবুও দমে যাননি শিক্ষক-কর্মচারীরা।
স্থানীয় শিক্ষানুরাগীরা ২০০৩ সালে ধোপাখালী বাজার সংলগ্ন ১ একর ১৩ শতক ভূমির উপর কলেজটি প্রতিষ্ঠা করেন। ২০০৫ সালের ১৮ জুলাই কলেজটি পাঠদানের স্বীকৃতি লাভ করে। ৬০ জন ছাত্র-ছাত্রী নিয়ে দুটি ট্রেড কোর্সে শুরু হয় শিক্ষা কার্যক্রম। ২০০৫ সালে এ কলেজের শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় অংশ নেয়। ফলাফলও সন্তোষজনক। ২০০৯ সালে স্থাপিত হয় এইচএসসি (বিএম) বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষা কেন্দ্র। ২০১২ সালে এ কলেজ কেন্দ্রে ৫১৩ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এমপিওভুক্তির জন্য সব শর্ত পূরণ করেছে কলেজটি। ফলাফলও ভালো। স্বীকৃতিকে সম্বল করেই এমপিওভুক্তির অপেক্ষায় আছেন কলেজের ১১ জন শিক্ষক-কর্মচারী। বিনা পারিশ্রমিকে পেশাগত দায়িত্ব পালন করে এখন তারা হতাশাগ্রস্ত, তবুও চালিয়ে নিচ্ছেন শিক্ষা কার্যক্রম।
বিএম কলেজের লাইব্রেরিয়ান তাপসী রাবেয়া বলেন, দীর্ঘ ১২ বছর যাবত কলেজের দায়িত্ব পালন করেও কোনো সরকারি বেতন-ভাতা পাচ্ছি না। সঙ্গত কারণেই আর্থিক সংকটে ভুগছি। স্বামী-সন্তান নিয়ে অতিকষ্টে জীবন যাপন করছি। প্রভাষক আহসান হাবীব বলেন, সকল দিকে পরিপূর্ণ থাকার পরও আমাদের কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় আমরা মানবেতর জীবন যাপন করছি।
ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু জানান, অবহেলিত এলাকার উন্নয়নের স্বার্থে কলেজটি এমপিওভুক্তির জন্য স্থানীয় এমপি ড. মো. আব্দুর রাজ্জাকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে জোর সুপারিশ জানাচ্ছি। বিএম কলেজের অধ্যক্ষ সজল কুমার সরকার জানান, বিনা বেতনে দায়িত্ব পালন অব্যাহত রেখে আমরা চরম দৈন্যে মানবেতর জীবন যাপন করছি, যা অত্যন্ত বেদনার। কলেজটি যাতে এমপিওভুক্ত হয় সে জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
ধোপাখালী টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার জানান, কলেজটির এমপিওভুক্তি খুবই জরুরি। কেননা এ কলেজের ফলাফল খুবই ভালো। আমার বিশ্বাস স্থানীয় এমপি সাবেক খাদ্য ও দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী ও অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক মহোদয় এ ব্যাপারে খুবই আন্তরিক। কলেজটি যাতে দ্রুত এমপিওভুক্ত হয় সেজন্য এমপি মহোদয়ের সহযোগিতা নিয়ে প্রয়োজনীয় সব কিছু করা হবে। এজন্য তিনি স্থানীয় সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন তিনি।