প্রতিনিধি, শেরপুর: মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে শেরপুরের এক কিশোর নিহত হয়েছে। রোববার বিকাল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার লছমনপুর গোয়ালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহালু মিয়া (১২) ওই গ্রামের কৃষক আক্কেল মিয়ার ছেলে।
লছমনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন মিনাল জানান, বিকেলে বাড়ির কাছাকাছি একটি মাঠে গরুর জন্য ঘাস কাটতে যায় আহালু মিয়া। ঘাস কাটার সময় বিকেল সাড়ে তিনটার দিকে সেখানে আকস্মিক বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।