গফরগাঁওয়ে আন্তঃস্কুল ফুটবলে চ্যাম্পিয়ন ইসলামিয়া হাইস্কুল

আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): ৪০তম জাতীয় আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার গফরগাঁও উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইসলামিয়া সরকারি হাইস্কুল ৭-০ গোলে কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

inter-school football gafargaon
ট্রফি গ্রহণ করছে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু, ওসি আবু ওবায়দাসহ অন্যরা।