রতন সিং, দিনাজপুর: নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে ইয়াসমিন দিবস পালিত হয়েছে। কিশোরী ইয়াসমিন ধর্ষণ ও হত্যার প্রতিবাদ হিসেবে সারা দেশব্যাপী এ দিনটিকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়।
সোমবার বেলা ১১টায় নারী নির্যাতন দিবস উপলক্ষে মহিলা পরিষদ দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান ও সাধারণ সম্পাদক মারুফা বেগম ফেন্সি। বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী সকালে প্রেসক্লাব মিলনায়তনে “ইয়াসমিন হত্যা, আমাদের উপলব্ধি ও সাম্প্রতিক সময়” শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগম, নাট্যকার শাহজাহান শাহ, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, এ্যাড. আতাউর রহমান ও সাজ্জাদ হোসেন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আয়েশা আকতার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফৌজিয়া ইয়াসমিন, সঞ্চালকের দায়িত্বে ছিলেন শাহানাজ পারভীন ও শামসুন নাহার। দিনাজপুর শহরের গোলাপবাগে ইয়াসমিনদের বাসায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইয়াসমিনের মা শরীফা খাতুন দরিদ্রদের খাবার বিতরণ করেন। পরিবারের পক্ষ থেকে ইয়াসমিনের সমাধিতে বিশেষ দোয়া করা হয়।
১৯৯৫ সালের ২৪ আগস্ট পুলিশের হেফাজতে দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে ধর্ষণশেষে হত্যা করা হয়।