হায়দার হোসেন, গোপালগঞ্জ: মুকসুদপুর উপজেলা ক্রীড়া সমিতি ৪৪তম জাতীয় স্কুল-মাদসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ করেছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মু. খায়রুজ্জামান অনুষ্ঠানের সভাপতি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদাৎ আলী মোল্যা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত আলী মোল্যা জানান, সাঁতার, ফুটবল, হ্যান্ডবল ইত্যাদি ইভেন্টে উপজেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সাঁতার ও ফুটবলে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে কহলদিয়া উচ্চ বিদ্যালয়, হ্যান্ডবলে মৌলভি আবদুল হাই মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।