রেজাউল করিম, শেরপুর: নিখোঁজের তিনদিন পর মালিঝি নদী থেকে ঝিনাইগাতী উপজেলার সালদা গ্রামের আব্দুস কুদ্দুস (৪৫) নামের এক ব্যাক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সালদা গ্রামের আব্দুল কাদিরের ছেলে আব্দুল কুদ্দুস গত তিনদিন আগে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এর পর মালিঝি নদীর পানিতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চালাচ্ছে।