জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): সুন্দরবনের করমজল বন্যপ্রাণী ও কুমির প্রজনন কেন্দ্রের কুমির পিলপিলের দেয়া ডিম থেকে ৩৭টি বাচ্চা ফুটেছে।
এ বছরের মে মাসের শেষ সপ্তাহে প্রজজন কেন্দ্রের পুকুর পাড়ে ৬১টি ডিম দেয় পিলপিল। পরে পুকুর পাড় থেকে ডিম সংগ্রহ করে তা রাখা হয় ইনকিউবেটরের মধ্যে। দীর্ঘ ৮৫ দিন বায়ু ও তাপমাত্রা নিয়ন্ত্রণ কক্ষে থাকার পর সোমবার দুপুরে ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়। ২৪টি ডিম থেকে কোনো বাচ্চা ফোটেনি।

প্রজনন কেন্দ্রে বাচ্চা ফোটানোর যন্ত্র চালাতে জেনারেটরের তেল সংকট ও দুর্বল সোলার ব্যবস্থার কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান করমজলের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান। তিনি আরো বলেন, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবল নিয়োগ করা হলে ডিম থেকে শতভাগ বাচ্চা ফোটানো সম্ভব।