৩৭ বাচ্চার মা হলো পিলপিল

জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): সুন্দরবনের করমজল বন্যপ্রাণী ও কুমির প্রজনন কেন্দ্রের কুমির পিলপিলের দেয়া ডিম থেকে ৩৭টি বাচ্চা ফুটেছে।

এ বছরের মে মাসের শেষ সপ্তাহে প্রজজন কেন্দ্রের পুকুর পাড়ে ৬১টি ডিম দেয় পিলপিল। পরে পুকুর পাড় থেকে ডিম সংগ্রহ করে তা রাখা হয় ইনকিউবেটরের মধ্যে। দীর্ঘ ৮৫ দিন বায়ু ও তাপমাত্রা নিয়ন্ত্রণ কক্ষে থাকার পর সোমবার দুপুরে ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়। ২৪টি ডিম থেকে কোনো বাচ্চা ফোটেনি।

crocodile eggs hatched in sundarbans
পিলপিলের ডিম থেকে সদ্য জন্মানো বাচ্চা।

প্রজনন কেন্দ্রে বাচ্চা ফোটানোর যন্ত্র চালাতে জেনারেটরের তেল সংকট ও দুর্বল  সোলার ব্যবস্থার কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান করমজলের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান। তিনি আরো বলেন, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবল নিয়োগ করা হলে ডিম থেকে শতভাগ বাচ্চা ফোটানো সম্ভব।