রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): সাংগঠনিক মাস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে মহিলা পরিষদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কাঠপট্টি পাড়ার একটি বাড়িতে সদস্য সংগ্রহ, নবায়ন এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক জেলা শাখার সহ-সভাপতি আলো রানী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কাউখালী সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক সুনন্দা সমাদ্দার, সাংগঠনিক সম্পাদক মিনতী মজুমদার, সহ-সাধারণ সম্পাদক সবিতা ঘোষ, লিগ্যাল এইড সম্পাদক শাহীদা হক এবং কার্যকরী কমিটি সদস্য ফরিদা ইয়াসমিন প্রমুখ। বক্তারা বলেন, কর্মীদের মাধ্যমে মহিলা পরিষদ সম্পর্কে সকল নারীদের মাঝে স্বচ্ছ ধারণা পৌঁছে দিতে হবে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মহিলা পরিষদ নিরলসভাবে নারী অধিকার তথা সমাজ উন্নয়ন কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তারা।