দুর্বৃত্তের এসিডে ঝলসে গেল ভাই-বোন

প্রতিনিধি, খুলনা: খুলনায় দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেছেন কানিজ ফাতেমা সাথী (২৫) নামে নর্দান ইউনিভার্সিটির এমবিএ’র এক শিক্ষার্থী ও তার ছোট ভাই শাওন (১৯)। দগ্ধ দুজনকেই খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টায় নগরীর বয়রা এলাকায় পোস্ট মাস্টার জেনারেল (পিএমজি) কলোনির সামনে তাদের লক্ষ্য করে এ এসিড ছোড়া হয়। এসিডে সাথীর মুখ, বুক ও পিঠ এবং শাওনের পিঠের বাম পাশ ঝলসে গেছে।

সাথী ও শাওন ডাকবিভাগের কর্মচারী আইয়ুব আলীর সন্তান। তারা পিএমজি অফিসের কলোনির বাসিন্দা।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, সাথী বয়রা বাজার এলাকায় ‘ওরাকল’ কোচিং সেন্টারে পড়তে যান। পড়া শেষে রাতে তার ছোট ভাই শাওনের মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। তারা পিএমজি অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই যুবক তাদের লক্ষ্য করে এসিড ছুড়ে পালিয়ে যায়।

তিনি জানান, ঘটনাস্থল থেকে এসিডে ঝলসানো ওড়না ও গেঞ্জি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। কেএমপি কমিশনার বলেন, এ ঘটনায় একজনতে গ্রেফতার করা হয়েছে।