মধুপুরে ট্রাক চাপায় নারীর মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে ট্রাক চাপায় এক নারী মারা গেছেন। সোমবার সকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে মধুপুর উপজেলার রক্তিপাড়ায় জামালপুরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-০২-০৩০৭) নিযন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় রক্তিপাড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে জহুরা বেগম (৪৫) রাস্তা পারাপারের সময় ট্রাকের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রতিনিধি, মধুপুর।