রায়পুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর): রায়পুরে মানবাধিকার ব্যুরোর উদ্যোগে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হায়দরগঞ্জ তাহেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

sapling distribution among raipur studentsশিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী। সভাপতিত্ব করেন মানবাধিকার ব্যুরোর রায়পুর উপজেলা শাখার সভাপতি সাইয়্যেদ তাহের ইজ্জুদ্দীন জাবেরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার ব্যুরোর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম, হায়দরগঞ্জ টিআরএম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আজিজ মজুমদার, মডেল কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম, রায়পুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাহবুবুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, প্রধান শিক্ষক মিজানুর রহমান, মেম্বার রোকন দেওয়ান প্রমুখ।