শেরপুর সীমান্তে গুলি খেয়ে বুনোহাতির মৃত্যু

এম. সুরুজ্জামান, শেরপুর: ঝিনাইগাতী উপজেলার হালচাটি এলাকায় সোমবার রাতে গুলিতে আহত একটি বন্যহাতি মারা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বুনোহাতির একটি দল হালচাটি সীমান্ত হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় সীমান্ত থেকে তাদের প্রতিরোধ করা হয়। এক পর্যায়ে হাতিরদলকে ঠেকাতে না পেরে গুলি ছোড়া হলে বন্যহাতিটি আহত হয়। পরে হালচাটি সীমান্ত পিলারের (১১০৩ এর ৩-ঋ) ১০০ গজের মধ্যে এসে মাটিতে লুটিয়ে পড়ে হাতিটি।

wild elephant dies as BSF fires
গুলিতে নিহত বুনোহাতি।

হাতিটির সঙ্গীরা আহত হাতিটিকে সরিয়ে নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। সোমবার রাতের কোনো এক সময় আহত হাতির মৃত্যু ঘটে। পরে বন বিভাগের পক্ষ থেকে হাতিটির ময়না তদন্ত শেষে মাটিচাপা দেয়া হয়।

মঙ্গলবার সকালে মৃত হাতিটি দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভীড় জমায়।

শেরপুরের সহকারী বনসংরক্ষক মমিনুর রশিদ ও নকসী সীমান্ত ফাঁড়ির বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) কোম্পানী কমান্ডার তোফাজ্জল হোসেন জানান, সুরতহালে হাতিটির মাথায় একটি গুলি ও পিঠে বল্লমের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।