ক্ষুব্ধ শিক্ষার্থীদের হাতে বন্দি হলেন শরীরচর্চা শিক্ষক

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল): আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড় ও শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফেরার দায়িত্ব না নেওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্রীড়া শিক্ষককে তালাবদ্ধ করে রেখে স্কুলে ভাঙচুর চালিয়েছে। বুধবার সকালে টাঙ্গাইলের মধুপুরে চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘটনা ঘটায়।

madhupur student protestজানা গেছে, ২৪ আগস্ট সোমবার আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে অংশ নেওয়ার জন্য চাপড়ী স্কুলের খেলোয়াড় ও শিক্ষার্থীদের ট্রাকযোগে আট কিলোমিটার দূরে মধুপুর শহরের রাণীভবানী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। ওই খেলায় মধুপুর গড়াঞ্চলের পীরগাছা সেন্টপৌলস উচ্চ বিদ্যালয়ের সাথে তারা প্রতিদ্বন্দ্বিতা করে ২-০ গোলে পরাজিত হয়। খেলা শেষ হওয়ার পর বিজিত দলের খেলোয়াড়দের একটি ট্রাকযোগে চাপড়ী পৌঁছে দিলেও অপর শিক্ষার্থীদের পৌছে দেওয়ার কোনো ব্যবস্থা করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। এর ফলে কয়েকশ’ শিক্ষার্থী পায়ে হেঁটে বাড়ি ফিরতে বাধ্য হয়। ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী ওই দিন বাড়ি ফিরতে গিয়ে আহত হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককে দায়ী করে একটি অভিযোগ দেয়। সহকারী প্রধান শিক্ষক মঞ্জুরুল হক বিষয়টি আমলে না নেওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার সকালে শরীরচর্চা শিক্ষক জামিরুল ইসলাম জাহাঙ্গীরকে অফিসকক্ষে তালাবদ্ধ করে রেখে তার বিরুদ্ধে মিছিল করতে থাকে। বিষয়টি মিমাংসার জন্য সহকারী প্রধান শিক্ষক আধঘন্টার মধ্যে বিদ্যালয়ে পৌঁছার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি অনেকটা শান্ত হয়। কিন্তু শিক্ষার্থীরা শরীরচর্চা শিক্ষককে তালাবদ্ধ অবস্থায়ই অবরুদ্ধ করে রাখে।

দুই ঘন্টা অতিবাহিত হলেও সহকারী প্রধান শিক্ষক না আসায় পরিস্থিতি আবারও তেতে উঠে। অপরদিকে জামিরুল ইসলাম জাহাঙ্গীর আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের খুন করে জেলে পাঠানোর হুমকি দিলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর শুরু করে। এ সময় রিপন নামের একজন আহত হয়।

পরিস্থিতি বেসামাল হয়ে পড়লে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও নবনির্বাচিত শিক্ষক এবং অভিভাবক প্রতিনিধিরা উপস্থিত হয়ে ২৭ আগস্ট  বৃহ্স্পতিবার বিষয়টি মিটমাটের প্রতিশ্রুতি দিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করে বিদ্যালয় ছুটি ঘোষণা করেন। এ সময় শিক্ষক প্রতিনিধি মো. মহিউদ্দিন তালা খুলে অবরুদ্ধ শিক্ষক জামিরুল ইসলাম জাহাঙ্গীরকে উদ্ধার করেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।