পুলিশ-জনতার রুদ্ধশ্বাস অভিযানে মধুপুরে ৪ অপহরণকারী গ্রেফতার

আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে এক সার ব্যবসায়ীকে ৬ লাখ ১৫ হাজার টাকাসহ অপহরণ করে পালিয়ে যাবার সময় এলাকাবাসীর সহযোগিতায় চার অপহরণকারীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেল তিনটার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ এলাকায় তাদের আটক করা হয়।

মধুপুর থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, মধুপুরের আউশনারা ইউনিয়নের আশ্রা বাজারের মেসার্স রিয়া ট্রেডার্স-এর মালিক সার ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন মধুপুরের বিএডিসি থেকে মিউরেট অব পটাশ (এমপি) সার উত্তোলনের জন্য ৬ লাখ ১৫ হাজার টাকা নিয়ে কাকরাইদ জনতা ব্যাংক শাখার উদ্দেশে রওয়ানা হন। কাকরাইদ ব্রিজের কাছে একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলের গতিরোধ করে ডিবি পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যায়। গাড়িতে তুলেই অপহরণকারীরা তার হাত-পা বেঁধে ফেলে। তার কাছে রক্ষিত ৬ লাখ ১৫ হাজার টাকার ব্যাগটিও তাদের দখলে নিয়ে ময়মনসিংহের দিকে গাড়ি চালাতে থাকে।

madhupur kidnapper arrested
গ্রেফতারকৃত চার অপহরণকারী।

সার ব্যবসায়ী আনোয়ার হোসেনকে ধস্তাধস্তি করে গাড়িতে উঠানোর সময় এলাকাবাসী দেখে পুলিশে খবর দেয়। এ সময় অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই গাড়ির পিছু নেয়। মধুপুর বনের জলই নামক স্থানে আনোয়ার হোসেনকে হাত-পা বাঁধা অবস্থায় রাস্তার পাশে ছুড়ে ফেলে অপহরণকারীরা গাড়ি নিয়ে এগুতে থাকে। এসআই আমিনুল ইসলাম মধুপুর বনের রসুলপুরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের খবর দিলে তারা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে ব্যারিকেড দেয়। অপহরণকারীরা সড়কে ব্যারিকেড দেখে হঠাৎ গাড়িটি ঘুরিয়ে পালানোর জন্য বিকল্প পথ নেয়। এসআই আমিনুল ইসলামের দল ও জনতার ধাওয়া খেয়ে অপহরণকারীরা টেলকি বিমান ঘাঁটির কাছে গাড়ি ফেলে রেখে বনের ভেতর পালানোর চেষ্টা চালায়। পুলিশ তাদের আটক করতে গুলি ছোড়ে। জনতা পুলিশের যৌথ প্রচেষ্টায় টেলকি বনাঞ্চল থেকে চার অপহরণকারীকে টাকাসহ আটক করা হয়। ডাকাতদলের আরো তিন সদস্য তাদের ব্যবহৃত অস্ত্র, ওয়্যারলেসসহ বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃরা হলো গাজীপুর জেলার সাইদুর রহমান (২৫), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার অলি হোসেন (৩২), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ফারুক হোসেন (৩০) এবং পিরোজপুর সদরের জুয়েল রানা (৩০)।

শেষ খবর পাওয়া পর্যন্ত মধুপুর বনে অভিযান অব্যাহত রয়েছে। ব্যবসায়ী আনোয়ার হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলে হাসপাতালে ভর্তি করা হয়েছে।