বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: হত্যাসহ ১৫ মামলার পলাতক আসামি কামাল পাশাকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে রামগতি উপজেলার আজাদনগর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত কামাল পাশা ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং চরপোড়াগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, চর এলাকার ভূমিহীনদের জমি দখল, বসতঘর লুটপাট, নারী নির্যাতন, অপহরণ, হত্যা ও মেঘনা নদীতে দস্যুতার অভিযোগে কামাল পাশার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে। ওইসব মামলায় দীর্ঘ দিন ধরে পলাতক থাকার পর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। কামাল পাশাকে বুধবার আদালতে সোপর্দ করার কথা রয়েছে।