মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির আট ছাত্রী হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছে। আজ বুধবার সাড়ে এগারটার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।
অসুস্থ ছাত্রীদের ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় অভিভাবক ও অন্য ছাত্রীদের মাঝে আতঙ্ক দেখা দিলেও দুপুরের পরে পরিস্থিতি শান্ত হয়ে আসে।
হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ছাত্রীরা হলো রুবিনা আক্তার, রাবেয়া বেগম, তাসমিম, ফারজানা আক্তার, তনিমা ও সুবর্ণা। আতঙ্ক কাটাতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয় কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয়। উল্লেখ্য, গত বছরের ২৭ আগস্ট তারিখেও ওই বিদ্যালয়ের সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির ১০/১২ জন ছাত্রী একই অবস্থায় জ্ঞান হারায়। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে তারা সুস্থ্ হয়।
ছাত্রী, শিক্ষক ও অভিভাকরা জানান, বুধবার ক্লাস চলার সময়ে হঠাৎ এক ছাত্রী অসুস্থ বোধ হয়ে বমি করে অজ্ঞান হয়ে যায়। তার দেখাদেখি আরো সাতজন জ্ঞান হারায়। এদের মধ্যে নাভিলা ও পারভিন নামের দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর কাদের বলেন, একজন ছাত্রী জ্বরের কারণে বমি করে অজ্ঞান হয়ে পড়ে। তার দেখাদেখি অন্যরাও অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আতঙ্ক কাটাতে ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের ছুটি দিয়ে দেয়া হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। আতঙ্ক কাটিয়ে ছাত্রীদের মনোবল বাড়াতে শিক্ষকরা কাউন্সেলিং করে যাচ্ছেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাশেদুর নবী বলেন, ছাত্রীদের অসুস্থতার ঘটনাটি এটি একটি মাস-সাইকোজেনিক ইলনেস বা গণমানসিক ভীতিজনিত রোগ বলে ধারণা করা হয়। এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তাদের চিকিৎসা চলছে।