এম. সুরুজ্জামান, শেরপুর: গ্রামভিত্তিক সংগঠনের নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীর কর্ণঝোরা বাজারের পাহাড়ীয়া আলো কার্যালয়ে বুধবার বিকেলে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষ হয়েছে। শ্রীবরদী এডিপি’র অর্থনৈতিক প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণে ২০ নারী অংশ নেন। প্রশিক্ষক হিসে ছিলেন জান্নাতুল ফেরদৌস, ষষ্ঠি রানী বর্মন ও শোভা সিং। সমাপনী দিনে পাহাড়ীয়া আলো সিবিও’র সভাপতি দেলোয়ারা বেগমের সভাপতিত্বে ও এএফ গুলজার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপক মি. অসীম সাংমা।