হায়দার হোসেন, গোপালগঞ্জ: মুকসুদপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী ও পাঁচ শিক্ষক কর্মচারী গণ-মানসিক ভীতিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় স্কুল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ স্কুল ছুটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার খান্দারপাড় ইন্দুহাটি হলধর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও ১০ জনকে মুকুসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওই স্কুলের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার স্কুলের ক্লাস শুরু হওয়ার আগে প্রায় ১০টার দিকে নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী তীব্র মাথাব্যথা, শ্বাসকষ্ট ও বমিভাব নিয়ে চিৎকার করতে থাকে। তাদের চিৎকারে অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এসে সহযোগিতা করতে থাকলে একপর্যায়ে তারাও আক্রান্ত হতে থাকে। অসুস্থ ১০ জনকে মুকসুদপুর হাসপাতালে পাঠানো ও গুরুতর পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মুকসুদপুর হাসপাতালে ভর্তি হয়েছে নবম শ্রেণির জোনাকী, জুলিয়া, দশম শ্রেণির ছালমা, পনু শেখ, রিয়াজ শেখ, অষ্টম শ্রেণির সংগীতা বিশ্বাস, প্রিয়া খানম এবং শিক্ষক শাহ আলমসহ ১০ জন। প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলামও মানসিক ভীতিতে আক্রান্ত হন। অসুস্থ অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
মুকসুদপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিব উল হাবিব স্কুল পরিদর্শন করে সাংবাদিকদের জানিয়েছেন এটি গণ-মানসিক হিস্টিরিয়া। আমরা সচেতনতার পরামর্শ দেয়ায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।