হাকিম বাবুল, শেরপুর: বঙ্গবন্ধু শেখ মুজিব বালক গোল্ডকাপে শেরপুর সদরের মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বালিকা গোল্ডকাপে শ্রীবরদীর উপজেলার মাটিফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজেন বুধবার বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে উভয় টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল দুটি অনুষ্ঠিত হয়।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বালিকা গোল্ডকাপ ফুটবলের ফাইনালে মাটিফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-১ গোলে শেরপুর সদরের দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিব বালক গোল্ডকাপের ফাইনালে মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে শ্রীবরদীর চাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করেন। এসময় পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, ডিএসএ সাধারণ সম্পাদক নাজিমুল হক, ডিএফএ সাধারণ সম্পাদক মানিক দত্ত সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক দর্শক ফাইনাল খেলা উপভোগ করে।
টুর্নামেন্টে বালিক ও বালিকা ফুটবলে জেলার পাঁচ উপজেলার বিজয়ী প্রাথমিক বিদ্যালয়গুলো অংশগ্রহণ করে।