প্রতিনিধি, খুলনা: ডুমুরিয়া উপজেলার উলা গ্রামে প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকার ছোট ভাই ফয়সাল মল্লিক (১২) নিহত হয়েছে। এ সময় তার পিতাসহ আরো তিনজন গুরুতর জখম হয়। বৃহস্পতিবার গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ স্থানীয়দের সহায়তায় খুনি প্রেমিক মিজানুর রহমানকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উলা গ্রামের আব্দুর রশীদ মল্লিকের কন্যা সোমার সাথে আরাজিডুমুরিয়ায় নানা বাড়িতে বসবাসকারী মিজানুর রহমানের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে মিজান বৃহস্পতিবার রাত ১২টার পর সোমাদের বাড়িতে আসে। সোমারও সম্মতি থাকায় সে তার ঘরে ঢোকে। কিন্তু বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে মিজানকে ধরে ফেললে মিজান ছুরি দিয়ে সোমার ছোট ভাই ফয়সালকে উপর্যপুরি আঘাত করে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিজানের ছুরিকাঘাতে সোমার পিতা আব্দুর রশীদ মল্লিক এবং প্রতিবেশী মোফাজ্জেল সরদার ও মোস্তফা সরদারও জখম হন। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ এম. মশিউর রহমান বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় হত্যাকারী মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।