ঘন্টায় এক একর জমিতে চারা লাগাবে রাইস ট্রান্সপ্ল্যান্টার

প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে রাইস ট্রাস্নপ্ল্যান্টার যন্ত্র ব্যবহার করে ব্রি ধান৫১-এর চারা লাগানো হয়েছে। খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প এ উপলক্ষে এক মাঠ দিবসের আয়োজন করে। এ যন্ত্র ব্যবহার করে ঘন্টায় এক একর জমিতে ধানের চারা লাগানো যাবে। এতে শ্রম, সময় ও অর্থ সাশ্রয় হবে বলে জানান সংশ্লিষ্টরা।

rice transplanter
যন্ত্র দিয়ে ধানের চারা রোয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সোনাকুড় গ্রামে অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পেরেশনের চেয়ারম্যান রেজাউল হক সিকদার রিজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হরলাল মধু, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোয়াজ্জেম হোসেন ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে একটি ক্ষেতে ট্রাস্নপ্ল্যান্টার যন্ত্র দিয়ে ব্রি ধান৫১ রোপণ করা হয়।